ক্রমিক নং |
সেবাসমূহ |
সেবা গ্রহণকারী |
সেবা প্রদানের সময় |
মন্তব্য |
১ |
বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচীঃ ক)প্রাতিষ্ঠানিক ১. আবাসিক ২. অনাবাসিক খ) অপ্রাতিষ্ঠানিক অনাবাসিক |
বেকার যুবক ও যুব মহিলা
বেকার যুবক ও যুব মহিলা |
সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ১. যুব প্রশিক্ষণ কেন্দ্র, এলাকায় অনুযায়ী ২. ভোলা সদর,
উপেজলা কার্যালয় থেকে চলমান |
বিস্তারিত প্রশিক্ষণ সংক্রান্ত নোটিশ বোর্ড
বিস্তারিত উপজেলা কার্যালয়ের নোটিশ বোর্ড |
২ |
প্রশিক্ষিত যুবদের আত্ম কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন যুব ঋণ কর্মসূচীঃ ক)একক ভিত্তিক ঋণ প্রদানঃ ১. প্রাতিষ্ঠানিক ট্রেডে ১০ হাজার হতে ৫০ হাজার টাকা পর্যন্ত ২. অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫ হাজার হতে ২৫ হাজার টাকা পর্যন্ত খ) গ্রুপ ভিত্তিক ঋণ প্রদানঃ ১. গ্রুপ সদস্যদের মধ্যে ১ম দফায় ৭ হাজার থেকে ৫ম দফা পর্যন্ত ১১ হাজার টাকা |
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলা
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত গ্রুপ সদস্য। |
উপজেলা কার্যালয় থেকে চলমান
|
প |
৩ |
যুব সংগঠনের মধ্যে অনুদান প্রদানঃ |
বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন (তালিকাভূক্ত সংগঠন) |
মন্ত্রণালয়/অধিদপ্তর কর্তৃক ঘোষিত সময় অনুযায়ী |
|
৪ |
যুব সংগঠনের তালিকাভূক্তি করণঃ |
বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন |
সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত (চলমান) |
|
৫ |
সার্ক ইয়ুথ এওয়ার্ডঃ দক্ষিণ এশিয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও উত্সাহমূলক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সালে সার্ক ইয়ুথ এওয়ার্ড স্কীম চালু করা হয়। |
বেকার যুবক ও যুব মহিলা |
মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সময় অনুযায়ী। |
|
৬ |
কমন ওয়েলথ যুব পুরস্কারঃ যুব/যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডের অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ডে ও স্বণির্ভর কার্যক্রমের জন্য কমন ওয়েলথ ইয়ুথ এওয়ার্ড প্রদান করা হয়। |
যুব/যুব সংগঠন |
মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সময় অনুযায়ী। |
|
৭ |
জাতীয় যুব পুরস্কারঃ যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সব ও যুব মহিলা ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর সর্বমোট ১৬ জন সফল যুবককে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। |
সফল যুবক ও যুব মহিলা |
মন্ত্রণালয়/ অধিদপ্তর কর্তৃক ঘোষিত সময়ে বছরে একবার। |
|
৮ |
কর্মসূচী ভিত্তিক ইয়ুথ নেটওয়ার্কিং জোরদারকরণ শীর্ষক প্রকল্প |
প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত দুটি যুব সংগঠন |
প্রকল্পের নির্ধারিত সময় পর্যন্ত (চলমান) |
|
৯ |
ন্যাশনাল সার্ভিস |
নির্বাচিত ৩টি জেলায় (গোপালগঞ্জ, কুড়িগ্রাম, বরগুনা) চলমান |
২ বছর মেয়াদী কর্মসূচী |
পর্যায়ক্রমে সকল জেলায় বাস্তবায়ন সরকারের বিবেচনাধীন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস